এই বক্তৃতায় আমরা শিখব, ঈশ্বর বাইবেলভিত্তিক বিবাহে স্বামীকে কী ভূমিকা দিয়েছেন। আমরা স্বামীর অবস্থান এবং তাঁর প্রধান কর্তব্যসমূহ নিয়ে আলোচনা করব। একজন স্বামীর জন্য তাঁর স্ত্রীর "মস্তক" হওয়ার মানে কী? এটি খ্রীষ্ট ও মণ্ডলীর সম্পর্কের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ঈশ্বর কেন স্বামীদের বলেন যে তাঁরা যেন তাঁদের স্ত্রীদের ভালোবাসে? আর এই ভালোবাসা বাস্তবে কেমন হওয়া উচিত?