ঈশ্বর বাইবেলভিত্তিক বিবাহে ঐক্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যখন একজন স্বামী ও স্ত্রী খ্রীষ্টের সঙ্গে যুক্ত হন এবং একে অপরের সঙ্গে বাইবেলভিত্তিক ঐক্যে আবদ্ধ করেন, তখন সেই বিবাহ দৃঢ় হয়। কিন্তু কী কী বিষয় এই ঐক্যকে হুমকি দেয়? ঐক্যহীনতা কীভাবে প্রকাশ পায়? ঈশ্বর আমাদের কী বিষয়ে সতর্ক করেন? আমরা কীভাবে একটি খ্রিস্টীয় বিবাহকে এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করব? যদি ঐক্য দুর্বল হয়ে পড়ে, তাহলে তা কীভাবে পুনরুদ্ধার করা যায়? আর ঈশ্বর কী বিশেষ বন্ধন দিয়েছেন, যা বিবাহকে সংরক্ষণ করে?