একটি বাইবেলভিত্তিক বিবাহ আসলে কী? এটি অন্যান্য বিবাহ থেকে কীভাবে আলাদা? বাইবেল একজন বিশ্বাসীর বিবাহিত সম্পর্ককে কীভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে? ঈশ্বর কি আমাদের জন্য একটি আদর্শ নির্ধারণ করেছেন? বাইবেল আমাদের কী শেখায় ঈশ্বরের বিবাহের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে? স্বামী ও স্ত্রীর জন্য কী নির্দিষ্ট ভূমিকা আছে? এই সব বিষয়ের বাস্তব প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে হবে?