
দুষ্টদের চিরন্তন অবস্থার বিষয়টি আলোচনা করার পর, এখন আমরা ধার্মিকদের জন্য আগত চিরন্তন, অনন্তকালীন আনন্দের বিষয়টি বিবেচনা করব। মহান বিচারক অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলবেন, “তোমরা অভিশপ্ত, আমার কাছ থেকে দূরে যাও” কিন্তু তিনি যারা তাঁর উপর বিশ্বাস রাখেন, তাঁদের উদ্দেশ্যে বলবেন, “এসো, আমার পিতার আশীর্বাদপ্রাপ্তগণ, সেই রাজ্য উত্তরাধিকারসূত্রে গ্রহণ কর, যা পৃথিবী সৃষ্টির আগেই তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে”— মথি ২৫:৩৪। “দূরে যাও” শব্দটি কত ভয়ংকর — চিরতরের জন্য দূরে যাও! কিন্তু “এসো” শব্দটি কত বিস্ময়কর — চিরদিন আমার সঙ্গে বাস করো! যীশু, ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাত, যখন তিনি শিষ্যদের ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি তাঁদের সান্ত্বনা দিয়েছিলেন।