মডিউল ৭: শেষকালীনতত্ত্ব (Module 7 - Eschatology)

 

নরক

View All Lessons

আজকের দিনে বাইবেলের এই শিক্ষা—অবিশ্বাসীদের চিরস্থায়ী শাস্তি—সবচেয়ে অপ্রিয় বিষয়গুলোর একটি। এমনকি ইভানজেলিকাল মণ্ডলীগুলিও অনেক সময় কুণ্ঠিত এই ঘোষণা করতে যে, অবিশ্বাসীরা আগুনের হ্রদে নিক্ষিপ্ত হবে এবং সেখানে চিরকাল যন্ত্রণা সহ্য করবে। যখন উনবিংশ শতাব্দীতে লিবারেল শিক্ষা মণ্ডলীগুলিতে প্রবেশ করেছিল, তখন "ঈশ্বরের সার্বজনীন পিতৃত্ব"-এর মতবাদ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এর ফলে একটি ধারণা গড়ে ওঠে—যেহেতু প্রত্যেক পুরুষ ও নারীকে ঈশ্বরের সন্তান হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাই ঈশ্বর কখনোই তাঁর নিজের সন্তানদের নরকে চিরকালের জন্য নিক্ষেপ করতে পারেন না। এই চিন্তাধারা থেকেই জন্ম নেয় "ইউনিভার্সালিজম" নামে একটি মিথ্যা শিক্ষা, যা বলে যে, অবশেষে সবাই মুক্তি পাবে বা সবাই কোনও না কোনওভাবে পরিত্রাণ লাভ করবে।