
তাহলে বিচার দিনের উদ্দেশ্য কী? এটি কারো গন্তব্যস্থল পরিবর্তন করবে না। কারণ, প্রত্যেক ব্যক্তির চূড়ান্ত গন্তব্য তার মৃত্যুর সঙ্গেই নির্ধারিত হয়ে যায়। বিচার দিনের উদ্দেশ্য হল ঈশ্বরের ন্যায়বিচার ও করুণা প্রকাশ করা। এই দিনটিতে, ধার্মিকদের ধার্মিকতা এবং দুষ্টদের দুষ্কর্ম প্রকাশ পাবে। ঈশ্বরের জনগণ প্রকাশ্যে স্বীকৃতি ও মুক্তি পাবে। দুষ্টদের দুষ্টতা সম্পূর্ণরূপে উদ্ঘাটিত হবে। প্রত্যেকের হৃদয়ের গোপন বিষয় এবং জীবনের সবকিছু প্রকাশিত হবে। ধার্মিকদের যাঁদের সুনাম এই দুনিয়ায় কলুষিত হয়েছে— তাঁদের খ্যাতি পুনরুদ্ধার করা হবে। ভণ্ডদের মুখোশ খোলা হবে। প্রত্যেক মুখ বন্ধ হয়ে যাবে, আর সমস্ত মানবজাতি স্বীকার করবে যে ঈশ্বর ন্যায়পরায়ণ, সত্য এবং তাঁর বিচার ন্যায়সঙ্গত।