
খ্রীষ্ট কখন ফিরে আসবেন? এই প্রশ্নের উত্তর কেউই জানে না। যারা পূর্বে এই নিয়ে ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করেছেন, তারা প্রত্যেকেই ভুল প্রমাণিত হয়েছেন। এমনকি যখন যীশু পৃথিবীতে ছিলেন, তখন তিনিও বলেন যে, তাঁর ফিরে আসার সময় তিনিও জানেন না। অবশ্যই, ঈশ্বর হিসেবে তিনি সব জানেন, কিন্তু একজন মানুষ হিসেবে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেন। মথি ২৪:৩৬-এ তিনি বলেন;“কিন্তু সেই দিন ও সময় সম্বন্ধে কেউই জানে না—না স্বর্গের স্বর্গদূতরা, না পুত্র, কেবলমাত্র পিতা জানেন।”এই বক্তব্যের মাধ্যমে যীশু তাঁর মানবীয় বাস্তবতা স্পষ্ট করেন। তাঁর দ্বিতীয় আগমন অপ্রত্যাশিত ও আকস্মিক হবে, তাই যীশু বলেন;“সুতরাং তোমরাও প্রস্তুত থাকো, কারণ যে সময় তোমরা কল্পনাও করবে না, সেই সময়ে মনুষ্যপুত্রের আগমন হবে”—(মথি ২৪:৪৪)।