মডিউল ৭: শেষকালীনতত্ত্ব (Module 7 - Eschatology)
প্রাক্ সহস্রাব্দের যুগকলাপ (প্রিমিলেনিয়ালিজম):

যুগকলাপবাদীরা মনে করেন, প্যালেস্টাইনের ভূমিতে ইহুদিদের ফিরে আসা এবং ইস্রায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে সেই আসন্ন সহস্রাব্দের শাসন শুরু হওয়ার একটি প্রধান শর্ত। তবে লক্ষণ দেখা যাচ্ছে যে, ইভানজেলিকাল মণ্ডলীতে যুগকলাপবাদ ধীরে ধীরে তার প্রভাব হারাচ্ছে। বিশেষ করে রিফর্মড (সংস্কারক) ঈশতত্ত্ব থেকে এটি তীব্র সমালোচনার মুখে পড়েছে, যার ফলে অনেক বিশ্বাসী আগের মতো এই শিক্ষার সঙ্গে যুক্ত থাকছে না। প্রখ্যাত কিছু ঈশতাত্ত্বিক প্রতিষ্ঠান যেমন—Dallas Seminary, যারা একসময় যুগকলাপবাদ জোরালোভাবে প্রচার করত, তারা আজ এই শিক্ষাকে কিছু পরিবর্তন এবং মৃদুকরণ এনেছে। তবুও, অনেক খ্রিস্টান বিশ্বাসীরা এখনো প্রচলিত যুগকলাপ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকে।