
প্রকাশিত বাক্য অনেকের কাছেই রহস্যময় পুস্তক বলে মনে হয়। এর ভাষা ও চিত্রাবলী অত্যন্ত দৃঢ় এবং আলংকারিক। এটি নতুন নিয়মের অন্য গ্রন্থগুলোর থেকে বেশ ভিন্ন রকমের। তবে আমরা পুরনো নিয়মে যেমন যিহিস্কেল ও দানিয়েল বইয়েও এই ধরনের রহস্যময়ী ভাষার উদাহারণ পাই। অনেক ঈশতত্ত্ববিদ এবং ব্যাখ্যাকারী এই গ্রন্থ থেকে দূরে থাকেন, কারণ এর চিত্রাবলী ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। উদাহরণস্বরূপ, ক্যালভিন এই বইয়ের কোনো মন্তব্য বা ব্যাখ্যা লেখেননি। তবুও, এই পুস্তক পবিত্র বাইবেলের একটি অংশ এবং এটি সেখানে রয়েছে ঈশ্বরীয় উদ্দেশ্য নিয়ে। সঠিক দৃষ্টিভঙ্গিতে এটির ব্যাখ্যা করলে, এটি আমাদের জন্য বড় রকমের উৎসাহ ও আশা প্রদান করতে পারে।