মডিউল ৭: শেষকালীনতত্ত্ব (Module 7 - Eschatology)

 

খ্রীষ্টের পুনরাগমন ধাবিত ঘটনাসমূহ

View All Lessons

পবিত্র শাস্ত্রে খ্রীষ্টের দ্বিতীয় আগমন বোঝাতে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথমটি হল “এপো ক্যালিপসিস”, যার অর্থ “প্রকাশ” বা উন্মোচন। এটি একটি আচ্ছাদন অপসারণের চিত্র বহন করে—যা আগে গোপন ছিল, তা এখন প্রকাশ পায়। এই শব্দটি পৌল প্রয়োগ করেছেন ১ করিন্থীয় ১:৭–৮ পদে, যেখানে তিনি বলেন;“ এজন্য তোমরা কোন বরে পিছাইয়া পড় নাই; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করিতেছ; 8আর তিনি তোমাদিগকে শেষ পর্য্যন্ত স্থির রাখিবেন, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনে অনিন্দনীয় রাখিবে।”এই প্রকাশের দিনই খ্রীষ্টের গৌরবময় দ্বিতীয় আগমনের দিন।