
আসুন প্রথমেই আমরা মৃত্যুর উৎপত্তি নিয়ে চিন্তা করি। মৃত্যু প্রকৃত অর্থে স্বাভাবিক নয়, কারণ সৃষ্টির শুরু থেকে এটি ছিল না। যখন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করলেন, তখন তা ছিল জীবনে পরিপূর্ণ—মৃত্যুর কোনো অস্তিত্ব ছিল না। আদমকে ঈশ্বর নিজের সাদৃশ্যে সৃষ্টি করেছিলেন, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করার জন্য। ঈশ্বর তাঁর সঙ্গে একটি চুক্তিতে প্রবেশ করেন—একটি শর্তযুক্ত প্রতিশ্রুতি; পরিপূর্ণ আনুগত্য বজায় রাখলে তিনি জীবন লাভ করবেন, আর অবাধ্য হলে মৃত্যু হবে তার পরিণাম। সেই অনুযায়ী, যদি আদম ঈশ্বরের আদেশ মানতেন, তিনি চিরকাল জীবিত থাকতেন। কিন্তু একন উদ্যানে “ভালো ও মন্দ জ্ঞানের বৃক্ষ” ছিল, যার মাধ্যমে ঈশ্বর আদমের আনুগত্য পরীক্ষা করেছিলেন।