
এখন আমরা আমাদের শৃঙ্খলাবদ্ধ ঈশতত্ত্বের শেষ অংশে এসে পৌঁছেছি। এই অংশে থাকবে এস্কাটলজির ওপর দশটি পাঠ। এস্কাটলজির অর্থ “শেষ বিষয়ের শিক্ষা”। এটি ভবিষ্যতের দিকে তাকায় এবং বাইবেলের শিক্ষা অনুযায়ী দেখায় ভবিষ্যতে কী ঘটবে। অনেকে ভবিষ্যৎ নিয়ে কল্পনায় ভেসে যায়, কিন্তু আমাদের ঈশতত্ত্ব হওয়া উচিত সংযত, যুক্তিসম্মত ও বাইবেল-ভিত্তিক। ঈশ্বর যা পরিষ্কারভাবে প্রকাশ করেছেন।