মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
অনুগ্রহ ও পরিত্রানের নিশ্চয়তা
একটি সদ্যোজাত শিশুর কথা চিন্তা করুন, যে একটি ভালোবাসাপূর্ণ, ধার্মিক পরিবারে জন্ম নিয়েছে। সে শিশু অনেক আশীর্বাদ লাভ করেছে, যদিও সে নিজেই সেগুলোর সচেতনতা রাখে না। সে জীবিত—তবে সে জীবনের অর্থও বোঝে না। তার পিতা-মাতা তাকে সব কিছু দিয়ে সাহায্য করে—খাবার, জামাকাপড়, আশ্রয়, স্নেহ, নিরাপত্তা। তবে এগুলোর চেয়েও বড় আশীর্বাদ হল —তার এক পিতা আছে, যে তাকে অত্যন্ত ভালোবাসেন। সে সন্তানের জন্য আনন্দিত অনুভব করেন, সন্তানের প্রতি স্নেহশীল। তবে কি পিতা এখানেই সন্তুষ্ট থাকবেন? উত্তর হল —না। তিনি কেবল ভালোবাসেনই না, তিনি চান তার সন্তান তাঁর সেই ভালোবাসাকে চিনতে শিখুক, তাঁর দেওয়া প্রতিটি আশীর্বাদ ও উপহারেই ঈশ্বরীয় প্রেমের ছাপ খুঁজে পাবে এবং সে ভালোবাসায় আনন্দ লাভ করুক।