মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
সাধুদের সংরক্ষণ
প্রেরিত পৌল তাঁর কয়েকটি পত্রে বিশ্বাসীদের একজন দৌড়বিদের সঙ্গে তুলনা করেছেন এবং খ্রিস্টীয় জীবনকে তুলনা করেছেন একটি দৌড় প্রতিযোগিতার সঙ্গে। এটি একটি খুব কার্যকর উদাহরণ। কিন্তু প্রশ্ন হল —বিশ্বাসীর ঠিক কিসের দৌড়ে দৌড়াচ্ছেন? আমরা জানি, কেউ কেউ ছোট দূরত্বের দৌড় দেয়, আবার কেউ দীর্ঘপথের ম্যারাথন দৌড় দেয়। একটি ছোট দৌড় প্রতিযোগিতায় দরকার তাৎক্ষণিক শক্তি ও গতি—তবে এটি অল্প সময়েই শেষ হয়। কিন্তু একটি ম্যারাথন দৌড়ের জন্য প্রয়োজন অবিরাম সহনশীলতা ও অধ্যবসায়। এই ধরণের দৌড়ে দৌড়বিদকে মাইলের পর মাইল ছুটে যেতে হয়— উঁচু-নিচু পথ পেরিয়ে, সমতল পথে ছুটে, অনেক কষ্ট ও ক্লান্তির মধ্য দিয়ে অবশেষে গন্তব্য রেখা পার করতে হয়।