মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
উত্তম কাজ
আপনি কীভাবে বিভিন্ন বৃক্ষের মধ্যে পার্থক্য করবেন? এটি একটি সহজ প্রশ্ন। আপনি গাছটির দিকে তাকাবেন এবং দেখবেন এর শাখায় কোন ধরণের ফল ধরেছে। যেমন কলা বা আম, বা পেঁপে—বা অন্য কোনো ফল। তাহলে প্রশ্ন হল , আপনি যখন একটি ফলের গাছ লাগান, তখন কিভাবে নিশ্চিত হবেন যে আপনি আপনার অক্ষাঙ্কিত ফল—যেমন আম—পাবেন? উত্তর হল —আপনাকে নিশ্চিত হতে হবে যে গাছটির মূল সঠিক।