মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
পবিত্রকরণ
যারা খ্রীষ্টে আছেন তারা খ্রীষ্টের উত্তরাধিকারী এবং অব্রাহামের বংশ থেকে এসেছেন। আপনি ইহুদি না অ-ইহুদি, তা বিবেচ্য নয়, আমাদের একটি ভাগ করা ইতিহাস রয়েছে। আর হ্যাঁ, ঈশ্বরের প্রতিটি সন্তানকে একটি নতুন নাম দেওয়া হয়েছে - তারা ঈশ্বরের নাম বহন করে। এগুলি এবং আরও অনেক উপাদান ঈশ্বরের পরিবার বা পরিবারের অন্তর্ভুক্তির সাথে আসে। তবে আরও অনেক কিছু আছে। ঈশ্বর সুসমাচারের মাধ্যমে তাঁর প্রতিটি সন্তানের মধ্যে পারিবারিক সাদৃশ্য পুনরায় তৈরি করার জন্য কাজ করেন। তিনি বিশ্বাসীদের পরিবর্তন করার জন্য তাঁর আত্মা প্রেরণ করেন, যাতে তারা আরও বেশি করে তাদের বড় ভাই, প্রভু যীশু খ্রীষ্টের মতো দেখায়। আচ্ছা, পারিবারিক সাদৃশ্যে ভাগ হয়ে আসার এই প্রক্রিয়াটিকে বলা হয়, পবিত্রীকরণ।