মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
দত্তক গ্রহণ
কল্পনা করুন, একটি দরিদ্র, দারিদ্র্যপীড়িত ছেলে, যে একটি বড় শহরের আবর্জনার স্তূপে বাস করে। তাকে প্রতিদিন নিজের জন্য কাজ করতে হয়, আবর্জনার মধ্যে নিজের জন্য খাদ্য খোঁজে, আর তার পরনে কেবল কিছু ছেঁড়া কাপড় থাকে। তার কোন আশ্রয় নেই, কোন সম্পত্তি নেই, কোন সুরক্ষা নেই, কোন ভবিষ্যৎ নেই, কোন আশা নেই। তার উপর, তাকে একজন বিপজ্জনক অপরাধীর দাসত্বে থাকতে বাধ্য করা হয়, যে তাকে তার হয়ে মিথ্যা বলতে এবং চুরি করতে শেখায়, কিন্তু তবুও সে তাকে তার কাজের জন্য কিছুই দেয় না। ছেলেটি ভালোবাসা সম্পর্কে কিছুই জানে না। তারপর আসে একজন ভদ্রলোক যিনি লক্ষ্য করেন এবং ছেলেটির প্রতি আগ্রহ দেখান। সেই আগ্রহ ছেলেটিকে বাড়িতে নিয়ে যাওয়ার এবং তার নিজের পরিবারে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়।