মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)

 

নির্দোষ গণিত হওয়া

View All Lessons

পরিত্রাণ বিষয়ক শিক্ষার মধ্যে নির্দোষ গণিত হওয়ার শিক্ষাটি কতটা গুরুত্বপূর্ণ? জার্মান সংস্কারক মার্টিন লুথার বলেছিলেন: "বিশ্বাসের মাধ্যমে একমাত্র নির্দোষ গণিত হওয়ার সেই বিষয়, যার উপর ভিত্তি করে মণ্ডলী দাঁড়িয়ে থাকে বা পড়ে যায়।" এটি সুসংবাদের মূল যুদ্ধক্ষেত্র—লুথারের যুগেও ছিল এবং আজও তা রয়ে গেছে। এই পঞ্চম মডিউলের “শৃঙ্খলাবদ্ধ ঈশতত্ত্বের”শিক্ষাতে, এখানে আমরা পরিত্রানের শিক্ষা বিশ্লেষণ করেছি। এই পাঠগুলোর উদ্দেশ্য হল —পবিত্র আত্মা কীভাবে খ্রীষ্টের মুক্তির কার্যকে একজন বিশ্বাসীর ব্যক্তিগত আত্মার ওপর প্রয়োগ করেন—সে বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয়, তা জানা। এই পাঠে আমরা বিশেষভাবে অধ্যয়ন করব নির্দোষীকরনের শিক্ষা—অর্থাৎ ঈশ্বর একজন পাপীকে কিভাবে ধার্মিক বলে গণ্য করেন, কেবল খ্রীষ্টের পক্ষে বিশ্বাসের মাধ্যমে।