মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
অনুতাপ:
আপনি কি কখনও এমন কোনো যাত্রায় বেরিয়েছেন, যেখানে আপনি মাঝপথে বুঝতে পেরেছেন যে আপনি পথ হারিয়েছেন? হতে পারে আপনি গাড়িতে, সাইকেলে, গণপরিবহনে, বা পায়ে হেঁটে চলছিলেন। আপনি নিশ্চিন্তে রাস্তায় এগিয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন—সব ঠিকঠাক চলছে। আপনি নিশ্চিত ছিলেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকেই এগোচ্ছেন। কিন্তু পরে কিছু চিহ্ন বা দিকনির্দেশনা পেয়ে বুঝলেন—কিছু একটা ভুল হয়েছে। আপনি বিভ্রান্ত বা উদ্বিগ্ন বোধ করতে লাগলেন। অবশেষে আপনি এমন একটি সাইনবোর্ড দেখলেন, যেটি সঠিক গন্তব্যের দিকে ইঙ্গিত করছিল—কিন্তু সেটি ছিল আপনার চলার দিকের একেবারে বিপরীত দিকে। এমন অবস্থায় আপনি কী করলেন? প্রথমেই, সুযোগ পেয়েই আপনি চলমান রাস্তাটি ছেড়ে থেমে গেলেন। তারপর আপনি একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন, এবার আপনি উল্টো দিকে চলতে শুরু করলেন—এবার ভুল পথে নয়, সঠিক গন্তব্যের দিকে। এটিই প্রকৃত অনুতাপের চিত্র। এটি কেবল দিক পরিবর্তন নয়, বরং হৃদয়ের পরিবর্তন, পাপ ছেড়ে ঈশ্বরের দিকে ফিরে যাওয়া।