মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)

 

পরিত্রাণজনিত বিশ্বাস:

View All Lessons

একটি কল্পনা করুন—একটি খালি ঘরে আপনি প্রবেশ করছেন, দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর। আপনি ক্লান্ত, আপনার পা ও পিঠ ব্যথা করছে এবং শরীর ভারি হয়ে এসেছে। আপনি কোথাও বসে একটু বিশ্রাম নিতে খুবই আগ্রহী। ঘরের ভেতরে আপনি একটি চেয়ার দেখতে পান। আপনি তার কাছে যান, চারদিক তাকিয়ে দেখেন, তার গঠন ও কাঠামো পর্যবেক্ষণ করেন। এমন সময় একজন এসে আপনাকে বলেন, “এই চেয়ারটা খুবই মজবুত—শ্রেষ্ঠ মানের, একজন নামী প্রস্তুতকারক এটি তৈরি করেছেন।”আপনি চেয়ারের গঠন ভালোভাবে দেখেন এবং নিজেও বুঝতে পারেন, এটি ভালোভাবে বানানো হয়েছে। এখন আপনি জ্ঞানলাভ করলেন যে এই চেয়ারটি আপনার ওজন ধারণ করতে পারবে। আপনি শুধু জানেন না, আপনি বিশ্বাসও করেন—আপনি নিশ্চিত হয়ে যান যে এটি আপনার শরীরকে নিরাপদভাবে বসিয়ে বিশ্রাম দেবে। সবশেষে, আপনি চেয়ারে গিয়ে বসে পড়েন এবং আরামে শরীর এলিয়ে দেন। এই দৃশ্যটি হল “পরিত্রাণজনিত বিশ্বাস” কীভাবে কাজ করে, তার একটি চিত্র। পরিত্রাণজনিত বিশ্বাসের অর্থ শুধুই কিছু তথ্য জানা নয়, বরং সেই সত্যকে বিশ্বাস করা এবং নিজের সম্পূর্ণ আত্মাকে সেই সত্যের উপর ছেড়ে দেওয়া। যীশু খ্রীষ্টকে আপনার পরিত্রাতা ও প্রভু বলে বিশ্বাস করে, আপনি আত্মিকভাবে তাঁর ওপর পুরোপুরি নির্ভর করেন—যেমন ক্লান্ত শরীরটি নির্ভর করে চেয়ারের ওপর।