মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)

 

কার্যকর আহ্বান:

View All Lessons

যোহনের ১১ অধ্যায়ে, লাসার নামে একজন ব্যক্তির অসাধারণ বর্ণনা দেওয়া হয়েছে, যিনি মরিয়ম ও মার্থার ভাই ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার পরিবার যীশুকে আসার জন্য আহ্বান করেছিল। কিন্তু এর মধ্যেই লাসার মারা যায় এবং তাকে একটি সমাধিতে সমাহিত করা হয়, যার ফলে তার পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে প্রচণ্ড দুঃখ ও বেদনা জাগে। যখন খ্রীষ্ট আসেন, তখন লাসারের মৃত্যুর চার দিন এবং তার দেহ পচে যেতে শুরু করেছে। কিন্তু যীশু মার্থাকে বললেন যে তিনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। তিনি সমাধির খোলা দরজায় দাঁড়িয়েছিলেন এবং ৪৩ ও ৪৪ পদে আমরা পড়ি যে যীশু উচ্চস্বরে চিৎকার করে বললেন, "লাসার, বেরিয়ে এসো। আর যে মৃত ছিল সে বেরিয়ে এলো।" জনতা অবাক হয়ে গেল এবং যীশুর অলৌকিক কাজের খবর দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। এই শারীরিক অলৌকিক ঘটনা ঈশ্বরের আত্মাকে রক্ষা করার জন্য আসার আধ্যাত্মিক বাস্তবতাকে চিত্রিত করে।