মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)
খ্রীষ্টের সঙ্গে ঐক্য:
খ্রীষ্টের সঙ্গে ঐক্য সবন্ধে যিহিস্কেল ১৬ আমাদের একটি অত্যন্ত বাস্তব ও গভীর চিত্র উপস্থাপন করে। এই অধ্যায়ে ঈশ্বরের জাতিকে এমন একটি শিশু হিসেবে বর্ণনা করা হয়, যে একটি খোলা মাঠে রক্তাক্ত অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে—সহায়-সম্বলহীন, অসহায়। এই করুণ অবস্থায় ঈশ্বর এলেন— তিনি তাকে উদ্ধার করলেন, সুস্থ করলেন, লালন-পালন করলেন এবং শেষে তাকে সৌন্দর্যমণ্ডিত করলেন। কিন্তু এর চেয়েও আশ্চর্যের বিষয় হল—মহিমার রাজা নিজেই তাকে বিয়ে করলেন। যিহিস্কেল ১৬:৮-পদে আমরা পড়ি;“ 'তখন আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টিপাত করিলাম, দেখ, তোমার সময় প্রেমের সময়, এই জন্য আমি তোমার উপরে আপন বস্ত্র বিস্তার করিয়া তোমার উলঙ্গতা আচ্ছাদন করিলাম; এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহা প্রভু সদাপ্রভু কহেন, তাহাতে তুমি আমার হইলে।”এটি একটি অসহায় অনাথ শিশুর গল্প, যে শেষমেশ এক ধনবান রাজপুত্রকে বিয়ে করে। একজন সত্যিকারের বিশ্বাসী এমন নয় যে, সে একজন ভিখারির মতো দূর থেকে দাঁড়িয়ে খ্রীষ্টের কাছে দয়া প্রার্থনা করছে। বরং, সে এমন একজন হতাশাগ্রস্ত ব্যক্তি, যার জীবনে আশার কোনো আলো ছিল না—কিন্তু যার সঙ্গে এখন এক রাজপুত্রের বিবাহ হয়েছে, যার সম্পদ অসীম। যখন কেউ খ্রীষ্টের সঙ্গে ঐক্যবদ্ধ হয়, খ্রীষ্টের যা কিছু আছে, তা-ই সেই ব্যক্তির হয়ে যায়। আমাদের সব ঋণ ক্ষমা করা হয় এবং খ্রীষ্ট আমাদের প্রয়োজনীয় প্রতিটি আশীর্বাদ ও অনুগ্রহ দেন। মূল কথা হল; খ্রীষ্টের সঙ্গে ঐক্যই সবকিছুর কেন্দ্রবিন্দু।