মডিউল ৫: পরিত্রাণতত্ত্ব— পরিত্রাণ সম্পর্কিত শিক্ষা (Module 5 - Soteriology: The Doctrine of Salvation)

 

ভূমিকা:

View All Lessons

কোনটি বেশি মূল্যবান; এক পাত্র জল, না কি এক পাত্র সোনার মুদ্রা? সম্ভবত আপনি বলবেন—সোনার মুদ্রা। জল খুব সহজে পাওয়া যায় এবং প্রায় বিনামূল্যে, কারণ এটি প্রচুর পরিমাণে মজুত আছে এবং সহজলভ্য। অপরদিকে, সোনা বিরল এবং অধিকাংশ মানুষের কাছে অনেক বেশি মূল্যবান। কিন্তু আমাদের পরিস্থিতি অনুযায়ী জিনিসের মূল্যবোধ বদলে যেতে পারে। ধরুন আপনি মরুভূমিতে দুই দিন ধরে জলহীন অবস্থায় আটকে আছেন। হঠাৎ এক ব্যক্তি এসে একটি জলের পাত্র নিয়ে হাজির হল। তখন আপনার বাঁচা-মরার প্রশ্ন নির্ভর করছে সেই জলের ওপর। এই পরিস্থিতিতে, বেশিরভাগ মানুষ তাদের সব সোনার বিনিময়ে সেই জল নিতে রাজি হবেন। সত্যিকারের মূল্য আমাদের প্রেক্ষাপটে নির্ধারিত হয়।