মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))

 

ঈশ্বরের সংরক্ষণ

View All Lessons

গাড়ি চালানো শেখা মানে হল একসাথে অনেক বিষয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। আপনাকে গাড়ির বাইরের ঘটনাগুলি নিয়ে চিন্তা করতে হয়—রাস্তার দাগ, সিগন্যাল লাইট, থামার চিহ্ন, অন্য গাড়িগুলি যেগুলি পাশ কাটিয়ে যাচ্ছে বা সামনে এসে পড়ছে, বাঁক, উঁচু-নিচু রাস্তা ইত্যাদি। একই সময়ে আপনাকে গাড়ির ভেতরের দিকেও মনোযোগ দিতে হয়—যেমন আয়নাগুলিতে চোখ রাখা, ব্রেক ও গ্যাস প্যাডেল নিয়ন্ত্রণ করা, গিয়ার পরিবর্তন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টিয়ারিং হুইল, যা গাড়ির দিক নির্ধারণ করে। এর পাশাপাশি আপনাকে জানতে হবে আপনি কোথায় আছেন ও কোথায় যাচ্ছেন—মানে আপনার গন্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এই সমস্ত বিষয় একত্রে সমন্বয় করে তবেই নিরাপদ ও সফলভাবে গাড়ি চালানো সম্ভব। একজন চালককে সব সময় গাড়ির নিয়ন্ত্রণে থাকতে হয়। আপনি যদি গাড়ি চালাতে জানেন, তাহলে সেই দায়িত্ব ও নিয়ন্ত্রণের অনুভূতি আপনার জানা আছে। কিন্তু এখানে তো শুধু একজন মানুষ ও একটি গাড়ির কথা বলা হচ্ছে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কী হবে? কে এই সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন? সৃষ্টি থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রত্যেক ব্যক্তি ও পরিস্থিতির উপর এক সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও সর্বক্ষমতাশালী ঈশ্বর তাঁর সংরক্ষণের মাধ্যমে কর্তৃত্ব করেন। এই সত্য আমাদের শেখায় যে এই জগতটি কোনো বিশৃঙ্খলার হাতে নয়, বরং এক করুণাময় ঈশ্বরের জ্ঞান ও পরিকল্পনার অধীন রয়েছে, যিনি তাঁর উদ্দেশ্য অনুযায়ী সবকিছুকে পরিচালনা করছেন।