মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))

 

সৃষ্টি

View All Lessons

এই পৃথিবীতে আমাদের সামনে অনেক কঠিন কিন্তু মৌলিক প্রশ্ন উঠে আসে। এমন কিছু চূড়ান্ত প্রশ্ন রয়েছে, যেমন: আমার জীবনের উদ্দেশ্য কী? আমার প্রকৃত পরিচয় কী? জীবন কোথায় যাচ্ছে? আমি কোথায় যাচ্ছি? কী সত্য, আর কী মিথ্যা? আমি যা জানি, তা আমি কীভাবে জানি? আমার উৎপত্তি কোথা থেকে? কিছু বিষয় কেন বিদ্যমান? তবে এই প্রশ্নগুলোর গভীরে আরও একটি মৌলিক প্রশ্ন রয়েছে— যা কিছু বিদ্যমান কেন বিদ্যমান? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং এর জন্য একটি সুসংগত উত্তর দরকার। আর এটি আরও কিছু সম্পর্কিত প্রশ্নের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ, কোন কিছু কীভাবে অস্তিত্বে এসেছে, তা জানা আমাদের সাহায্য করে বোঝাতে—তা কেন অস্তিত্বে আছে। সৃষ্টির বিষয়ে একটি স্পষ্ট বোধ থাকা মানেই জীবনের উদ্দেশ্য ও সত্যতা সম্পর্কেও একটি সুদৃঢ় ভিত্তি থাকা।