মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
পূর্বনির্ধারণ
যখন ঈশ্বর বাইবেলে বলেন যে প্রাকৃতিক, অপরিবর্তিত মানুষরা অপরাধ ও পাপের মধ্যে মৃত, তখন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। তারা প্রায়শই বলে ওঠে, "আমি তো মৃত অনুভব করছি না, আমি তো সচেতন রয়েছি, খাচ্ছি, দৌড়াচ্ছি—সব ঠিকঠাক চলছে!" এই বিভ্রান্তির মূল কারণ হল —মানুষের দেহ এবং আত্মা আছে এটি না বোঝা। কোনো ব্যক্তির দেহ সচল এবং জীবিত থাকলেও, তার আত্মা একইসাথে পাপে মৃত থাকতে পারে। তাহলে কিভাবে বোঝা যায় যে একজন ব্যক্তির আত্মা পাপে মৃত? সবচেয়ে সহজ উপায় হল —দেহের সাথে তুলনা করা। যেমন মৃতদেহ কোনো আলো দেখতে পায় না, তেমনি যারা আত্মিকভাবে মৃত, তারা ঈশ্বরের সত্যের আলো দেখতে পায় না।