মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরের আদেশ/ফরমান
ইতিহাস পড়া একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। সেখানে অনেক বাঁক, বহু অপ্রত্যাশিত ঘটনা ও বিস্ময়কর মোড় রয়েছে। আমরা এটি দেখতে পাই বাইবেলে লিপিবদ্ধ ইতিহাসেও। যেমন ধরুন যোষেফের জটিল গল্পটি। সে একটি স্বপ্ন দেখেছিল, যেখানে জানানো হয়েছিল যে, একদিন তাঁর ভাইয়েরা তাঁর সামনে নত হবে। কিন্তু এরপর যা যা ঘটে, সবকিছুই যেন সেই স্বপ্নের একেবারে বিপরীত! তাকে একটি কূপে ফেলে দেওয়া হয়, তারপর তাকে দাস হিসেবে বিক্রি করা হয়, তাঁকে এক দূরদেশে নিয়ে যাওয়া হয়, সে প্রভুর ঘরে বিশ্বাসঘাতকতার শিকার হয়, তাঁকে কারাগারে পাঠানো হয় এবং সেখানেও তাঁকে ভুলে যাওয়া হয়—একটির পর একটি দুর্বিষহ বিপর্যয়। প্রথমবার এই কাহিনী শুনলে মনে হয় যেন আপনি গল্পের কিনারায় বসে ভাবছেন, "এবার কী হবে?" কিন্তু এই সকল ঘটনার পেছনে যে একটি মহাপরিকল্পনা কাজ করছে—ঈশ্বরের সার্বভৌম আদেশ—তা কাহিনীর শেষে গিয়ে আমরা দেখতে পাই।