মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ত্রিত্ববাদ
কিছু বিষয় শেখা সহজ, আর কিছু বিষয় অনেক বেশি জটিল ও কঠিন। উদাহরণস্বরূপ, সংখ্যা গোনা শেখা তুলনামূলকভাবে সহজ। কিন্তু এর বিপরীতে, কোনো রকেটকে মহাকাশে পাঠানোর জন্য প্রয়োজনীয় বিজ্ঞান ও গণিত শেখা অত্যন্ত জটিল একটি বিষয়। সেই ধরণের গণিত ও বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বুঝতে বছরের পর বছর কঠোর অধ্যয়ন লাগে। তবুও আমরা এতে অবাক হই না, কারণ আমরা বুঝি যে এতে কতটা কারিগরি জটিলতা জড়িত। বাস্তবতা হল —যদি আপনি এই রকেট বিজ্ঞানকে সাধারণ গণিতে নামিয়ে আনতে চান, তাহলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ত্রিত্ববাদও অনেকটি এর মতো—এটি এমন একটি বিষয়, যা সহজে বোঝা যায় না। ঈশ্বরের ত্রিত্বতা এমন এক মহা-গভীর সত্য, যা বাইবেল প্রকাশ করেছে, আর যার বিশ্লেষণ করতে হলে আমাদের গভীর মনোযোগ, বিনয় ও শ্রদ্ধাভরে চিন্তা করা দরকার।