মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরের গুণাবলি (তৃতীয় পর্ব)
প্রত্যেকেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। উদাহরণস্বরূপ, একটি দৃষ্টিনন্দন সূর্যাস্ত—লোকজন থেমে যায়, মনোযোগ দিয়ে চায়, যখন সূর্য দিগন্তের নিচে নামছে, তখন আকাশের বিচিত্র রঙ ও অপরূপ আবছা আলো সবাইকে মুগ্ধ করে। কেউ কেউ একটি ফুলের দিকে মনোযোগ দিয়ে চায়—তার পাপড়ির গঠন, রঙ ও তার নিপুণ সৌন্দর্য লক্ষ্য করে। নবজাত শিশুর মুখে, কিংবা কোনো বিখ্যাত শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম, যেমন একটি জাদুঘরে টাঙানো চিত্রকর্মে, মানুষ সৌন্দর্য খুঁজে পায়।
তবে কেউ কেউ বলে, “সৌন্দর্য দর্শকের চোখে”— অর্থাৎ সৌন্দর্য সর্বদা ও কেবলমাত্র ব্যক্তিনির্ভর বা বিষয়ভিত্তিক। অবশ্য কিছু রুচির বিষয় মানুষ থেকে মানুষ ভিন্ন হতে পারে, কিন্তু বাইবেল আমাদের শেখায় যে সৌন্দর্য কেবল ব্যক্তিনির্ভর নয়—বরং সৌন্দর্য একটি বস্তুগত বাস্তবতা। বাইবেল ঘোষণা করে, ঈশ্বর নিজেই হলেন সৌন্দর্যের চূড়ান্ত উৎস, চূড়ান্ত মানদণ্ড এবং পরম প্রকাশ।