মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরের গুণাবলি (দ্বিতীয় পর্ব)
অনেকেই এই ভুল করে বসে যে—যেহেতু তারা ঈশ্বরকে দেখতে পায় না, তাই হয়তো ঈশ্বরও তাদের দেখেন না। অথবা কমপক্ষে, মানুষ প্রায়ই যা চোখের সামনে নেই, সেটিকে ভুলে যায়। এই মানসিকতা একটি প্রবাদে সুন্দরভাবে ধরা পড়েছে: "চোখের আড়াল, মনের আড়াল।" গীতসংহিতা ১০:৪ বলছে, “ঈশ্বর নাই, ইহাই তার চিন্তার সার।”এই মানসিকতা অবিশ্বাসীর জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এমনকি বিশ্বাসীর ক্ষেত্রেও এই ভুলচিন্তা অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত করে দিতে পারে।