মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরের গুণাবলি (প্রথম পর্ব)
এই বর্তমান বক্তৃতা এবং এর পরবর্তী বক্তৃতায়, আমরা ঈশ্বরের সত্তা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে থাকব, বিশেষ করে তাঁর বিভিন্ন গুণাবলি নিয়ে। আর এই আলোচনা আমরা ইতিপূর্বে যা শিখেছি তার ভিত্তির উপর দাঁড়িয়ে করব। উদাহরণস্বরূপ, ঈশ্বরের 'ঐশ্বরিক সরলতা' আমাদের শিখিয়েছে যে, ঈশ্বরের গুণাবলি তাঁর সত্তার ভিন্ন ভিন্ন অংশ নয়, বা এমন নয় যে এগুলি কেবল তাঁর কিছু বৈশিষ্ট্যের বর্ণনা। বরং এই গুণাবলিগুলি আমাদের কাছে প্রকাশ করে—ঈশ্বর আসলে নিজে কী। এই লেকচারে আমরা ঈশ্বরের কিছু তুলনামূলকভাবে জটিল ও বিমূর্ত গুণাবলি নিয়ে আলোচনা করব। তাই প্রস্তুত হন— মনোযোগ ও চিন্তাশক্তি প্রয়োগ করতে হবে, যেন আমরা বুঝতে পারি বাইবেল আমাদের কী শেখায়।