মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরের সত্তা
মানুষকে সৃষ্টি করা হয়েছে এই ঈশ্বরকে জানা, ভালোবাসা , উপাসনা করা ও তাঁকে মহিমা দেওয়ার জন্য। কিন্তু মানবজাতির বিদ্রোহ ও পাপ এই উদ্দেশ্য ও গৌরবময় পথ থেকে তাকে বিচ্যুত করে দেয়। তবুও, সুসংবাদের মাধ্যমে, ঈশ্বর বিশ্বাসীদের নতুন করে গঠন করেন—তাঁরা হয়ে ওঠেন উপাসক, আর উপাসক যারা ত্রিত্ব ঈশ্বরকে দেখে, ভালবাসে এবং সেবা করে। ঈশ্বর পাপীদের মুক্তি দেন মূর্তিপূজা থেকে—সেই মূর্তি, যেগুলি তাদের নিজস্ব বিকৃত কল্পনার ফল। এর পরিবর্তে ঈশ্বর তাদের নিয়ে আসেন সজীব ও সত্য ঈশ্বরের উপাসনায়, যেন এক সত্যিকারের খ্রীষ্টীয় হৃদয় এই আকুল প্রার্থনা করে—“হে প্রভু, আমাকে তোমার মহিমা দেখাও।”