মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))

 

ঈশ্বরের নামসমূহ

View All Lessons

একটি নামের উদ্দেশ্য ও গুরুত্ব কী? পিতামাতারা নানা কারণে তাদের সন্তানদের জন্য একটি নির্দিষ্ট নাম বেছে নিতে পারেন—অনেক সময় তারা নামটির উচ্চারণ ভালোবাসেন, কখনো সেই নামটি কোনো প্রিয় আত্মীয় বা বন্ধুর সঙ্গে সম্পর্কিত হয়, কিংবা তারা নামটির সঙ্গে যুক্ত কোনো ডাকনাম পছন্দ করেন, অথবা আরও অনেক ব্যক্তিগত কারণ থাকতে পারে। কিন্তু পবিত্র শাস্ত্রে, নামের গুরুত্ব আধুনিক সমাজের তুলনায় অনেক গভীর ও তাৎপর্যপূর্ণ। বাইবেলে, নাম কেবল পরিচয়ের বাহক নয়—নামের মধ্য দিয়ে ব্যক্তি বা সত্তার প্রকৃতি, চরিত্র, উদ্দেশ্য ও ভূমিকাও প্রকাশ পায়। বাইবেলের একেবারে শুরুতেই, এদন উদ্যানে, ঈশ্বর আদমকে সমস্ত জীবের উপর কর্তৃত্ব দিয়েছিলেন—এবং সেই কর্তৃত্বের একটি প্রকাশ ছিল এই যে আদম প্রত্যেক প্রাণীকে নাম দিয়েছিলেন। এটি বোঝায় যে নামকরণ কোনো হালকা বিষয় নয়, বরং তা কর্তৃত্ব, পরিচয় ও উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে জড়িত।