মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ঈশ্বরকে জানার প্রকৃতি, উপায় ও সীমা
যখন আমরা ঈশ্বরকে জানার বিষয়ে চিন্তা করি, তখন বাইবেল আমাদের শেখায় যে প্রভু অবোধ্য—অর্থাৎ কোনো সৃষ্ট জীবের পক্ষেই ঈশ্বরকে সম্পূর্ণ, নিখুঁত ও পূর্ণভাবে জানা সম্ভব নয়। আমরা ঈশ্বর-সম্পর্কিত ঈশতত্ত্বের অধ্যয়ন শুরু করছি এই সত্য থেকে যে—ঈশ্বর জানার যে অযোগ্যতা আমাদের জ্ঞান ও বোঝাপড়ায় কী প্রভাব ফেলে।
ঈশতত্ত্বের এই দ্বিতীয় মডিউলের (বা পাঠে) এই ধারাবাহিক বক্তৃতায় আমরা ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা নিয়ে আলোচনা করছি। এই পাঠক্রমের উদ্দেশ্য হল —বাইবেল ঈশ্বর সম্পর্কে আমাদের কী শেখায়, তা অন্বেষণ করা। অর্থাৎ, ঈশ্বর নিজের সম্পর্কে আমাদের কাছে কী প্রকাশ করেছেন, সেটিই আমরা জানার চেষ্টা করছি।
পূর্ববর্তী বক্তৃতায় আমরা এই মডিউলের একটি ভূমিকা আলোচনা করেছি। আর বর্তমান বক্তৃতায় আমরা আলোচনা করব—ঈশ্বরকে জানার প্রকৃতি, সীমা ও উপায়।