মডিউল ২ – ঈশতত্ত্ব: ঈশ্বর-সম্পর্কিত শিক্ষা ((Module 2 - Theology: The Doctrine of God))
ভূমিকা
এই কথা যথার্থভাবেই বলা হয়েছে—আপনি যখন ঈশ্বর সম্বন্ধে চিন্তা করেন, তখন আপনার মনে কী আসে—এটাই আপনার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটি একেবারেই সত্য এবং এটি যেন আমাদের আশ্চর্য না করে। কারণ ঈশ্বরই সর্বপ্রথম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা গৌরবান্বিত। মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন এবং তাঁর জন্যই সৃষ্টি করেছেন। মানুষের অস্তিত্বের উদ্দেশ্য হল —ঈশ্বরকে জানা, তাঁকে মহিমা দেওয়া এবং তাঁর সান্নিধ্যে আনন্দ লাভ করা। কিন্তু যখন মানুষ এই সৃষ্টির স্বাভাবিক ক্রমকে উল্টে ফেলে—অর্থাৎ, যখন মানুষ ভাবে ঈশ্বর মানুষকে সন্তুষ্ট করার জন্য বিদ্যমান (যেখানে আসলে মানুষকেই ঈশ্বরের জন্য বিদ্যমান হতে বলা হয়েছে)—তখন মানুষ মূর্তিপূজায় লিপ্ত হয় এবং দুনিয়া মন্দ ও অন্ধকারে পরিপূর্ণ হয়ে ওঠে।