বাইবেল আমাদের জানায় যে প্রভু যীশু খ্রীষ্ট হলেন মহান মেষপালক—যিনি তাঁর জনগণকে আহার দেন, পথনির্দেশ করেন এবং রক্ষা করেন। খ্রীষ্ট মণ্ডলীকে প্রধান প্রাচীনদের দিয়ে গেছেন যারা মণ্ডলীর মধ্যে তাঁর লোকেদের যত্ন নেওয়ার জন্য অধীনস্থ পালক হিসেবে কাজ করবেন। এই আলোচনা আমাদের বিশদভাবে পরিচয় করিয়ে দেয়—প্রভুর মেষশাবকদের যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রচীনদের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ কীভাবে পালন করতে হয়। এটি একটি পবিত্র আহ্বান, যাতে প্রচীনরা খ্রীষ্টের অনুকরণে তাঁর মণ্ডলীর প্রতিটি সদস্যের আত্মিক চাহিদা পূরণ, পথপ্রদর্শন ও সুরক্ষা নিশ্চিত করেন।