"বাইবেলসম্মত প্রাচীন"(Biblical Eldership)

 

পালন করা

View All Lessons

হয়তো আপনি কখনও গরমের দিকে গিয়ে থাকবেন এবং দূরের পাহাড়ের ধারে কোনও ব্যক্তির ভেড়ার পাল চড়াতে দেখবেন। যদি না দেখে থাকেন, তাহলে আপনি হয়তো এই ধরনের কোনও দৃশ্যের ছবি দেখেছেন। রাখাল বা মেষপালক এমন একজন ব্যক্তি, যিনি মেষদের পালনের তত্ত্বাবধান করেন, চালনা করেন, খাবার দেন, বা পাহারা দেন। অতীতে, তাদের হাতে লাঠি ছিল – একটা শক্ত, অনেক ধরনের কাজ করা যায় এমন লাঠি বা দণ্ড, যার পরান্তভাগ আঁকড়া দিয়ে শুঁকন করা থাকত।