এই জগতে প্রভু যীশু খ্রীষ্টের মণ্ডলী অন্ধকার পৃথিবীতে এক উজ্জ্বল আলোস্বরূপ। কিন্তু সেই আলো নিভে যেতে পারে। প্রকাশিত বাক্য পুস্তকে এশিয়ার সাতটি মণ্ডলীর প্রতি খ্রীষ্ট বলেন—যদি তারা সঠিক শিক্ষাতে স্থির না থাকে ও তা রক্ষা না করে, তবে তিনি তাদের দীপাধার উঠিয়ে নেবেন। এই বক্তৃতায় আমরা শিখব— প্রধান প্রচীনদের অন্যতম প্রধান দায়িত্ব হল মণ্ডলীর সঠিক শিক্ষা রক্ষা করা, শিক্ষা দেওয়া, ও তাতে স্থির থাকা।