"বাইবেলসম্মত প্রাচীন"(Biblical Eldership)

 

অধিকতর যোগ্যতা

View All Lessons

আমরা সবাই দায়িত্ব ও যোগ্যতার মেধা গুরুত্পূর্ণ সম্পর্ক স্বীকার করি। কোনও কাজ বা ভূমিকার জন্য দায়িত্ব গ্রহণ করতে হলে, আমাদের অবশ্যই তা করার জন্য যোগ্য হতে হবে, না হলে ফলাফল ভয়াবহ হতে পারে। আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনও প্রশিক্ষণ নেই। যদি আমাকে একটা গগনচুম্বী অট্টালিকার নকশার দায়িত্ব দেওয়া হয়, তবে তা হাস্যকর হবে, কারণ আমি সেই ধরনের কাজের জন্য যোগ্য নই।