আমরা ইতিমধ্যে আলোচনা করেছি খ্রীষ্টের মণ্ডলীর উপর প্রধানত্ব, তাঁর নির্ধারিত শাসনব্যবস্থা এবং তিনি যে পদগুলি প্রতিষ্ঠা করেছেন তা নিয়ে। এখন আমরা আলোচনা করব প্রচীন মণ্ডলীর দলনেতা অথবা প্রধান/কর্তৃত্বাধীন প্রচীন পদের জন্য বাইবেলীয় যোগ্যতা সম্পর্কে—এই পদের দায়িত্ব নেওয়ার জন্য একজন ব্যক্তিকে কেমন হওয়া উচিত।