এই দুই বক্তৃতায় আমরা দেখছি যীশু খ্রীষ্টের মণ্ডলীর প্রচীন পদের বাইবেল ভিত্তিক। আমরা শিখেছি যে মণ্ডলী খ্রীষ্টের রাজ্য, তিনি রাজা এবং তিনি তাঁর বাক্যে মণ্ডলীর জন্য একটি শাসনব্যবস্থা নির্ধারণ করেছেন। এখন আমরা আলোচনা করব—এই রাজ্যের নাগরিকরা কারা এবং খ্রীষ্ট কোন আধিকারিকদের নিযুক্ত করেছেন তাঁদের নেতৃত্ব ও যত্নের জন্য।