
বিশ্বব্যাপী মানুষ ক্ষমতাশালী রাজাদের কাহিনী, সুন্দর সুন্দর দুর্গ এবং বিশাল সাম্রাজ্যগুলোর কাহিনী উপভোগ করে। নাইট ও সেনাপতিদের বীরত্ব এবং জয়-পরাজয়ের ভয়ঙ্করতা আমরা দেখতে পাই। আর এই সমস্ত মহান মানুষের উত্থান ও পতনের জ্বলন্ত চিহ্ন খুঁজে তা আমাদের কৌতূহলের বিষয় হয়। কিন্তু খ্রিস্টানবিশ্বাসীরা জানেন, এই জগতের মহান মানুষরা ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু নয়। ইতিহাস হল ঈশ্বরের বিবরণ, আর তাঁর বিবরণের কেন্দ্র তিন রাজা এবং তাঁদের রাজ্য।