ইতিহাসের পৃষ্ঠায় আমরা একের পর এক বড় বড় জাতি ও সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছি। তারা একসময় অদম্য মনে হলেও, পরে ধ্বংস হয়ে যায়, এবং এখন কেবল ইতিহাস বইয়ে পাওয়া যায়। শুধুমাত্র এক রাজ্য আজও অব্যাহত—প্রভু যীশু খ্রীষ্টের মণ্ডলী। এই বক্তৃতায় আমরা বাইবেল ভিত্তিক সত্য আবিষ্কার করব যে যীশুর মণ্ডলী একটি রাজ্য—যার একজন রাজা আছেন এবং একটি শাসনব্যবস্থা আছে—যা খ্রীষ্ট নিজে নিয়োগ করেছেন।