"বাইবেলসম্মত প্রাচীন"(Biblical Eldership)

 

ভূমিকা

View All Lessons

সমগ্র ইতিহাস জুড়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান এসেছে এবং গিয়েছে। আমরা একের পর এক মহান দেশের উত্থান ও পতনের বিষয় নিয়ে আলোচনা করি। সেগুলো যখন তাদের ক্ষমতার শিখরে পৌঁছায়, তখন তাদের এমন অপারাজেয় ভাব হয়, যেন সেগুলো সবসময়ই স্থায়ী থাকবে। কিন্তু তারপর সেগুলো পতিত হয়, আর পৃথিবী থেকে হারিয়ে যায়, শুধু ইতিহাসের বইয়ে পড়ার জন্যই থাকে।