প্রৈরিতিক বিশ্বাসসূত্র: (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ১২: অনন্ত জীবন

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্রের শেষ অনুচ্ছেদে লেখা আছে, “আর অনন্ত জীবন।” খ্রীষ্টীয় বিশ্বাসীরা এমন এক জীবনে বিশ্বাস করে যা কখনও শেষ হবে না। ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে, খ্রীষ্টীয় বিশ্বাসীরা বিশ্বাস করে যে মৃত্যুর পরে অনন্ত জীবন শুরু হয়। তাদের জন্য, জীবন মৃত্যুর সাথে শেষ হয় না। বিশ্বাসীরা এমন এক পথে হাঁটেন যা অনন্ত জীবনে শেষ হয়।