প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ১১: দেহের পুনরুত্থান

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্ররে ১১ নম্বর অনুচ্ছেদে, খ্রীষ্ট বিশ্বাসীরা স্বীকার করেছেন, "[আমি] শরীরের পুনরুত্থানে বিশ্বাস করি।" যখন যীশু, তাঁর ভাই লাসারের মৃত্যুর পর, শোকাহত মার্থার সাথে দেখা করেন, তখন তিনি তাকে বলেন, "তোমার ভাই আবার উঠিবে" (যোহন ১১:২৩)। মার্থা উত্তর দেন, "আমি জানি, শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে" (যোহন ১১:২৪)। তিনি যীশুর কথা ভুল বুঝেছিলেন। তিনি ভাবেননি যে যীশু বর্তমানে তার ভাইকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করতে এসেছেন। পরিবর্তে, যীশুর কথা তাকে পৃথিবীর শেষের দিকে মৃতদের সাধারণ পুনরুত্থানের কথা ভাবতে অনুপ্রাণিত করেছিল। তবুও, তার উত্তর প্রকাশ করে যে সমস্ত মৃতদের পুনরুত্থান ইহুদিদের মধ্যে ব্যাপকভাবে বিশ্বাস করা হত।