প্রেরিতদের ধর্ম (Apostles' Creed)

 

একাদশ নিবন্ধ: দেহের পুনরুত্থান

View All Lessons

"ধারিতক বিশ্বাসসূত্রের ১১ নম্বর নিবন্ধে খ্রিস্টান বিশ্বাসীরা স্বীকার করেন, ‘আমি শরীরের পুনরুত্থানে বিশ্বাস করি।’ লাজারের মৃত্যু সম্পর্কে যখন যীশু দুঃখিত মার্থার সঙ্গে দেখা করেন, তখন তিনি তাকে বলেছিলেন, ‘তোমার ভাই আবার উঠবে।’ মার্থা উত্তরে বলেছিলেন, ‘আমি জানি, শেষ দিনে পুনরুত্থানের সময় সে উঠবে।’ (যোহন ১১:২৩-২৪)"