প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ১০: পাপের ক্ষমা

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্রের ১০ নং অনুচ্ছেদে, খ্রীষ্ট বিশ্বাসীরা স্বীকার করেছেন, "[আমি পাপের ক্ষমায় বিশ্বাস করি]।" যদিও সংক্ষিপ্ত, এটি অসাধারণ বিষয়বস্তু সহ একটি নিবন্ধ। অল্প কথায় অনেক কিছু বলা হয়েছে। মনে হচ্ছে যেন এই স্বীকারোক্তিটি সরাসরি গীতসংহিতা ১৩০ থেকে নেওয়া হয়েছে। এই গীতসংহিতায় প্রশ্ন করা হয়েছে, "হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর, তবে, হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে?" (গীতসংহিতা ১৩০:৩)। উত্তর হল, কেউ নয়। কারণ আমরা "কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে" (রোমীয় ৩:২৩)। "ধার্মিক কেহই নাই, একজনও নাই" (রোমীয় ৩:১০)। সমস্ত পৃথিবী ঈশ্বরের সামনে দোষী। যাইহোক, তারপর বিশ্বাসের একটি স্বীকারোক্তি অনুসরণ করা হয়; "কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে।" (গীতসংহিতা ১৩০:৪)। এটি কতই না ধন্য স্বীকারোক্তি! এখানে, ঈশ্বর সম্পর্কে একটি বিবৃতি দেওয়া হয়েছে যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ, ঈশ্বরের কাছে ক্ষমা আছে। ঈশ্বর ক্ষমা করেন! তিনি পাপ এবং অন্যায় ক্ষমা করেন। গীতসংহিতা ১৩০ ঘোষণা করে, “ কিন্তু তোমার কাছে ক্ষমা আছে।” গীতসংহিতা ক্ষমাকে ঈশ্বরের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে, যেমন সূর্যের আলো। এটি বলে, “ক্ষমা তোমার সাথেই” - এটি ঈশ্বরের।