প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ৯: খ্রীষ্টের সার্বজনীন মণ্ডলী

View All Lessons

"আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি" এই স্বীকারোক্তির পরেই স্বীকারোক্তি আসে: "[আমি বিশ্বাস করি] পবিত্র সার্বজনীন মণ্ডলীতে।" মণ্ডলীর সাথে পবিত্র আত্মার উল্লেখ তাৎপর্যহীন নয়। মণ্ডলীর অস্তিত্ব মানুষের হৃদয়ে পবিত্র আত্মার কাজের ফলাফল। তিনি সকল প্রজন্ম, ভাষা ও জাতিভাষার একটি মণ্ডলীকে একত্রিত করেন। তিনি দেখেন যে যীশুর কষ্টভোগ এবং মৃত্যু পাপীদের খ্রীষ্টের পরিত্রাণের অংশীদার করে।