প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ৮: পবিত্র আত্মা ঈশ্বর

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্রের ৮ নম্বর অনুচ্ছেদে খ্রীষ্ট বিশ্বাসীরা স্বীকার করেন, "আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি।" একজন খ্রীষ্টীয় বিশ্বাসী যখন এই কথা স্বীকার করেন, তখন তিনি কাকে এবং কী বিশ্বাস করেন? এর মাধ্যমে তিনি একজন ঐশ্বরিক ব্যক্তিত্বে বিশ্বাস করেন বলে দাবি করেন, যাকে বলা হয় পবিত্র আত্মা। "পবিত্র আত্মা" নামটি কেবল ত্রিত্বের তৃতীয় ব্যক্তির বৈশিষ্ট্যই নয় বরং তার স্বভাবও ব্যাখ্যা করে। তিনি পবিত্রতার আত্মা।