প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)
অনুচ্ছেদ ৭: জীবিত ও মৃতদের বিচারক হিসেবে খ্রীষ্ট
প্রেরিতদের বিশ্বাসসূত্রে, খ্রীষ্টবিশ্বাসীরা স্বীকার করে: "তিনি জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন।" যীশু ফিরে আসছেন! তিনি পৃথিবী ছেড়ে এখন স্বর্গে ঈশ্বরের ডানদিকে সিংহাসনে বসে আছেন। যাইহোক, একদিন তিনি ফিরে আসবেন। যীশু যখন স্বর্গে আরোহণ করলেন, তখন স্বর্গদূতেরা শিষ্যদের বললেন; "আর তাঁহারা কহিলেন, হে গালীলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাঁকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন" (প্রেরিত ১:১১)। একদিন যীশু শক্তি ও মহিমায় ফিরে আসবেন - যেমন তিনি তাঁর মণ্ডলীকে প্রতিশ্রুতি দিয়েছেন, "আর দেখ, আমি শীঘ্রই আসিতেছি" (প্রকাশিত বাক্য ২২:৭ক)।