প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ৬: খ্রীষ্টের মহিমান্বিত অবস্থান

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্রের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে: “স্বর্গে আরোহন করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শে বসিয়া আছেন।” যীশু স্বর্গে আরোহণ করেছেন। যীশুর স্বর্গারোহণ এবং ঈশ্বরের ডানদিকে তাঁর অবস্থান সাধারণত তাঁর জন্ম এবং পুনরুত্থানের চেয়ে কম মনোযোগ পায়। আমাদের দৃষ্টিতে, খ্রীষ্টের জন্ম এবং পুনরুত্থান তাঁর স্বর্গারোহণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে, যীশুর স্বর্গারোহণ এবং ঈশ্বরের ডানদিকে তাঁর উপবিষ্টতা ব্যাতিরেকে, বড়দিন, পুন্য শুক্রবার এবং পুনুরুত্থান দিবস অর্থ হীন হয়ে যাবে। যীশুর স্বর্গারোহণ এবং ঈশ্বরের ডানদিকে তাঁর উপবিষ্টতা হল বাস্তব প্রমাণ যে ঈশ্বর পিতা যীশুর সমস্ত কাজ গ্রহণ করেছেন। এটি যেন ঈশ্বর পিতা বলেছেন; "শাবাশ, আমার পুত্র! এসো এবং আমার ডানদিকে সিংহাসনে বসো।"