প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ৫: খ্রীষ্টের পুনরুত্থান

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্র সম্পর্কে পাঠের ধারাবাহিকতা আমরা ৫ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে অব্যাহত রাখছি। এই প্রবন্ধে যীশু সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি স্বীকার করা হয়েছে; "তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্যে হইতে পুনরায় উঠিলেন।" ধার্মিক ইহুদি, শিক্ষিত গ্রীক এবং গর্বিত রোমানদের জগতে, খ্রীষ্টীয় মণ্ডলী স্বীকার করেছিল যে তাদের প্রভু এবং ত্রাণকর্তা যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আমরা প্রেরিত ৪:৩৩ পদে পড়ি, "এবং মহাশক্তিতে প্রেরিতরা পুনরুত্থানের সাক্ষ্য দিয়েছিলেন।" প্রেরিতেরা সাক্ষ্য দিয়েছিলেন; অর্থাৎ, তারা যা দেখেছিলেন এবং শুনেছিলেন তা বলেছিলেন। মৃতদের মধ্য থেকে প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থান ছিল তাদের সাক্ষ্যের প্রধান বিষয়বস্তু। তারা এমনভাবে কথা বলেছিলেন যারা পুনরুত্থিত যীশুর সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন। "এই যীশুকে ঈশ্বর পুনরুত্থিত করেছেন, যার আমরা সকলেই সাক্ষী" (প্রেরিত ২:৩২)।