প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

অনুচ্ছেদ ৪: খ্রীষ্টের কষ্টভোগ

View All Lessons

প্রেরিতদের বিশ্বাসসূত্রের চতুর্থ অনুচ্ছেদে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট সম্পর্কে এই স্বীকারোক্তি রয়েছে: "পন্থীও পিলাতের শাসনকালে দুঃখভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, কবরস্থ হইলেন ও পরলোকে নামিলেন।" বিশ্বাসসূত্রের প্রথম বক্তব্য হল —যীশু কষ্ট ভোগ করেছেন। পৃথিবীর সকল দুঃখ আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্ন করেছে—কীভাবে অনন্ত সর্বশক্তিমান ও সর্বশ্রেষ্ঠ দয়ার ঈশ্বরের শাসনে পৃথিবীতে এত দুঃখ থাকতে পারে?